pousher kachakachi by manna dey



পৌষের কাছাকাছি রোদমাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও
ফিরে আর আসবে কি কখনও
খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও
তুমি আর হাসবে কি কখনও

অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে
অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এলে
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনও
চোখে আর ভাসবে কি কখনও

কাব্য কি কথা সে ভাবব কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দুএকটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও
সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনও
ভাল আর বাসবে কি কখনও
digital-desh, digital desh, aljazeera-bd, aljazeera bd, english grammar college, ডিজিটাল-দেশ, ডিজিটাল দেশ, আলজাজিরা-বিডি, আলজাজিরা বিডি, ইংলিশ গ্রামার কলেজ

Post a Comment

2 Comments