তোমার বুকের সিংহাসনে- সোহাগ- বাউল জীবন দেওয়ান।Tomar Buker Singhasone- Sohag- Baul Jibon Dewan

 

#তোমার_বুকের_সিংহাসনে, #সোহাগ, #জীবন_দেওয়ান, #বাউল_গান, #আইপিডিসি #আমাদের__গান, #TomarBukerShinghashone #IPDCAmaderGaan #Sohag #JibonDewan #ParthaBarua

তোমার বুকের সিংহাসনে রে বন্ধু
আমার জায়গা নাই
ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই

পথের ধুলার মানুষ আমি
পথেই পড়ে আছি
জংলের কিছু লতাপাতার ঘর বানায়া আছি রে বন্ধু
ঘর বানায়া আছি
রাইতে ভিজি দিনে ভিজি রে বন্ধু
দুঃখের সীমা নাই
ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই

কচুরি ফুল বলে নিলো না কেউ হাটে
সারাজীবন ভাসলাম আমি ভাঙ্গা নদীর স্রোতে রে বন্ধু
ভাঙ্গা নদীর স্রোতে
কুল হারা ফুল আমি রে বন্ধু
দেওয়ার জায়গা নাই
ভেবেছ তুমি আমারে বাসি চুলার ছাই

কুকুরের মূল্য আছে আমার মূল্য নাই
আমারে যে দিয়া গেলি জনমের বিদায় রে বন্ধু
জনমের বিদায়
জীবন দেওয়ান মইরা গেলে রে বন্ধু
কোথায় হবে ঠাই
.............................................
গান- তোমার বুকের সিংহাসনে
শিল্পী- সোহাগ
মূল শিল্পী- জীবন দেওয়ান
পরিবেশনা- আইপিডিসি

..........................................
#তোমার_বুকের_সিংহাসনে, #সোহাগ, #জীবন_দেওয়ান, #বাউল_গান,
#আইপিডিসি #আমাদের_গান, #TomarBukerShinghashone #IPDCAmaderGaan
#Sohag #JibonDewan #ParthaBarua #BanglaBaulSong, #BanglaLyricsCollection, #BanglaSongLyricz, #স্বরলিপি, 

Post a Comment

0 Comments