আমরা মৃত্যু উৎপাদন করি
কথায়,ইচ্ছায়,সাধনায় আর কারখানায়
আমরা মৃত্যু উৎপাদন করি
মহামারী শিশুদের প্রিয় খেলনা
যুবকরা ভালোবাসে মরে বেঁচে থাকতে,
অকাল মৃত্যু প্রেমিকার জন্য প্রেমিকের প্রিয় উপহার
আমরা মৃত্যু উৎপাদন করি
সেই বুলেটটা কোথায় ?
যার গায়ে আমাদের মৃত্যুর নাম লিখে রাখা
তার জন্য পাঁজরের ভেতর পেতে রেখেছি সিংহাসন
আর তাই ধুয়েমুছে ফুঁ দিয়ে দিন কাটাই,
জীবনকে সময়ের ছুটকা ছাটকা পরিহাস জেনে
বহুপুরুষ ধরে আমরা পেশায় কসাই,
আমরা মৃত্যু উৎপাদন করি ।
মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল
রক্তের সেচে ফসল ফলে ফসল ফলে দেদার
সুর্যকে দেখে মনে হয়
ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা
আমরা মৃত্যু উৎপাদন করি
প্রতিটি মৃত্যুর সাথে
প্রতিটি লাশের সাথে
বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ
পরিহাসের বিষয় হলো
সেই গোলাপের রঙটিও লাল !
তোমার শিশুর হাসির মত লাল !
তোমার প্রেমিকার কপালের টিপের মত লাল !
তোমার শরীরে বয়ে চলা রক্তের মত লাল !
আমরা মৃত্যু উৎপাদন করি
ধ্বংস যেহেতু মানব চেতনার সেরা ফসল
তাই নিজের মেরুদণ্ড হাতে দাঁড়িয়েছি
নিজের মাংসপিণ্ডের সামনে
আমরা মৃত্যু উৎপাদন করি।
................................................
গান- আমরা মৃত্যু উৎপাদন করি
শিল্পী- প্রবর রিপন
অ্যালবাম- হায়েনা এক্সপ্রেস
ব্যান্ড- সোনার বাংলা সার্কাস
................................................
#আমরা_মৃত্যু_উৎপাদন_করি, #প্রবর_রিপন, #হায়েনা_এক্সপ্রেস, #সোনার_বাংলা_সার্কাস
#AmraMrittuUtpadonKori, #ProbarRipon, #HayenaExpress, #SonarBanglaCircus
#BanglaBandSong, #BanglaLyricsCollection, #BanglaSong, #BanglaSongLyricz, #স্বরলিপি,
0 Comments