proti rat nirghum rat by shafin ahmed

digital-desh, digital desh, aljazeera-bd, aljazeera bd, english grammar college, ডিজিটাল-দেশ, ডিজিটাল দেশ, আলজাজিরা-বিডি, আলজাজিরা বিডি, ইংলিশ গ্রামার কলেজ


প্রতিরাত ই নির্ঘুম রাত আসে না কিছুতেই প্রভাত
এভাবে জীবন কেটে যায় অস্থিরতায়
আমার জীবন থেকে সুসময় কেড়ে নিয়ে
ভুলেছ সবি আমি তো ভুলিনি তোমায়
নাই নাই নাই নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই
উৎসাহ নেই কাজে পথচলা নিয়ে সংশয়
ঘুমের ঔষধ বন্ধু এখন মেনে নিয়ে সব পরাজয়
রাত জেগে এখনও তুমি শুধুই কি আমায় ভাব
মুখের মাঝে হাসি নিয়ে কান্নাকে লুকিয়ে রাখ
নাই নাই নাই নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই
সুনিপুণ এ প্রতারণার প্রয়োজন কি ছিল তোমার
জানতে তুমি তোমার পথের বাধা হয়ে থাকবো না আর
এ জীবন পাবে না তোমায় তবু মনে আশা থেকে যায়
অন্য জীবনে হবে যে আমার দিন কাটে এই ভাবনায়
নাই নাই নাই নাই তুমি নাই
কি করে সব ভুলে যাই

Post a Comment

0 Comments