হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসির শেষে নীরবতা। বোঝে না কেউ তো চিনলো না বোঝে না আমার কি ব্যাথা চেনার মত কেউ চিনলো না এই আমাকে।
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে আমার চোখের কোণে নোনা ছবি আঁকে আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব গল্প শেষে আমি আঁধারের মতো নীরব নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম।
আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর আমায় চেনে জোনাকি চেনে বিরাট শহর ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে আমার মাঝে আমি-ই যেন শুধু লুকাই।
7 Comments
অনেক সুন্দর লাগলো।
ReplyDeletejoss
ReplyDelete💘💘💘💘💘💘💘
ReplyDeleteএ শালা লিরিক্স ঠিক কর😕😕😕
ReplyDeleteআমায় চেনে জোনাকি চেনে নিরব শহর
DeleteApni age apnar muk thik koren.
DeleteChinlo na kew ei amake
ReplyDelete