মন শুধু মন ছুঁয়েছে- তপন চৌধুরী- সোলস।। Mon Shudhu Mon Chuyeche- Tapan Chowdhury- Souls


মন শুধু মন ছুঁয়েছে
ও সে তো মুখ খোলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি

চোখের দৃষ্টি যেন
মনের গীতিকবিতা
বুকের ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা

আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি

যখনি তোমার চোখে
আমার মুখখানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি

তুমি কি সেই সুরভি পেয়েছো
স্বপনের দ্বার খুলেছো
কিছু জানিনি

মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি

........................
গান- মন শুধু মন ছুঁয়েছে
শিল্পী- তপন চৌধুরী
অ্যালবাম- সুপার সোলস
ব্যান্ড- সোলস

Post a Comment

0 Comments