হৃদয়ে গেঁথে রেখেছি- মাকসুদুল হক ম্যাক- প্রাপ্তবয়ষ্কের নিষিদ্ধ



তোমার ঐ নিটোল অধরে

যে হাসি আমি দেখেছি

পারি কি তা ভুলে যেতে ?

হৃদয়ে গেঁথে রেখেছি ।।

মিতালী হাওয়া বলে গানে গানে ।।

বসন্ত এলো বলে

হৃদয়ে গেঁথে রেখেছি ।

আমার বিবর্ণ ধূসর ভুবন

ভোরের স্নিগ্ধতা পেলো তোমায় দেখে ।।

তাই'যে আমি হৃদয় হারিয়ে ।।

তোমার হৃদয় খুঁজেছি

হৃদয়ে গেঁথে রেখেছি ।

আমার হৃদয় অনলে

ভাঙনের ঝড় উঠেছে

ঝড়ের দোলায় আমি

শুধু তোমায় চেয়েছি ।

ছুটে যেতে চাই তোমার কাছে

নিরবতায় সুখের ছন্দ জাগাতে ।।

মিতালী হাওয়া বলে গানে গানে ।।

বসন্ত এলো বলে

হৃদয়ে গেঁথে রেখেছি...

____________________________

 হৃদয়ে গেঁথে রেখেছি..

কন্ঠ -মাকসুদুল হক ম্যাক (মাকসুদ ও ঢাকা)

এলবাম - প্রাপ্তবয়ষ্কের নিষিদ্ধ

কথা ও সুর -এস এম খালেদ

সংগীত - ফোয়াদ নাসের বাবু


#hridoyegetherekhechi, #machaque, #maksudulhaque, #maksudodhaka, #praptoboyoskernishiddho

Post a Comment

0 Comments