শুধুই আমার প্রেম- আইয়ুব বাচ্চু- স্বপ্ন



কেন তুমি বুঝনি আমাকে

জানো না কি, তুমি হারালে

হৃদয় এর সবটুকু জুড়ে তুমি

ঝিরি ঝিরি হাওয়া বলে দেয়

কতটা আপন আমি তোমার

জীবনের সবটুকু জুড়ে তুমি

-

তুমি জানো না এই হৃদয়ের

হৃদয়টা তুমি

তুমি আমার প্রেম

শুধুই আমার প্রেম  

-

তুমি জানো না এই হৃদয়ের

হৃদয়টা তুমি

তুমি আমার প্রেম

শুধুই আমার প্রেম

-

কিসের আশায় পথ চাওয়া

কিসের ব্যথায় হতাশ হওয়া

কখন ও কি তুমি ভেবে দেখেছ

-

কিসের আশায় পথ চাওয়া

কিসের ব্যথায় হতাশ হওয়া

কখন ও কি তুমি ভেবে দেখেছ

-

তুমি জানো না এই হৃদয়ের

হৃদয়টা তুমি

তুমি আমার প্রেম

শুধুই আমার প্রেম ।

-

ঘুমের মাঝে স্বপ্ন আসে

স্বপ্ন এলে তুমি আস

তুমি আর স্বপ্ন দুজন তখন আপন

-

ঘুমের মাঝে স্বপ্ন আসে

স্বপ্ন এলে তুমি আস

তুমি আর স্বপ্ন দুজন তখন আপন

-

তুমি জানো  না এই হৃদয়ের

হৃদয়টা তুমি

তুমি আমার প্রেম

শুধুই আমার প্রেম

-

কেন তুমি বোঝনি আমাকে

জানো না কি, তুমি হারালে

হৃদয় এর সবটুকু জুড়ে তুমি

ঝিরি ঝিরি হাওয়া বলে দেয়

কতটা আপন আমি তোমার

জীবনে সবটুকু জুড়ে তুমি

-

তুমি জানো না এই হৃদয়ের

হৃদয়টা তুমি

তুমি আমার প্রেম

শুধুই আমার প্রেম 

-

তুমি জানো না এই হৃদয়ের

হৃদয়টা তুমি

তুমি আমার প্রেম

শুধুই আমার প্রেম 

__________________________________

গানঃ  শুধুই আমার প্রেম

ব্যান্ডঃ এল.আর.বি

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

অ্যালবামঃ স্বপ্ন

গীতিকারঃ আইয়ুব বাচ্চু

সঙ্গীতঃ আইয়ুব বাচ্চু / এল.আর.বি


#lrb, #aiyubbacchu, #shudhuiamarprem, #swopno, 



Post a Comment

0 Comments