তোমাকে আজ- হাসান- বৃহস্পতি



ও খেয়ালি মেয়ে গো,

কোন খেয়ালে হারালে,

বলোনা কোথায়, কোন ঠিকানায়?

কী ছিলো জানিনাকো অভিমান...

কোন নীল বেদনায়?

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে,

ভুলিনি তোমায়।

যত ব্যথা দাও না কেনো,

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে।

ও বিবাগী মেয়ে গো,

মন দেয়াতে নেয়াতে

বলোনা আমার ভুল ছিলো কী?

দূর থেকে বহুদূরে হারালে,

একবারও না তুমি দাঁড়ালে।

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে,

ভুলিনি তোমায়।

যত ব্যথা দাও না কেনো,

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে।

অন্তবিহীন পথ আমি হাঁটবো যে একা

কোনোদিন ভাবিনি তো এভাবে।

সবই মেনেছি, সবই দেখেছি।

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে।

ভুলিনি তোমায়,

যত ব্যথা দাও না কেনো,

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে।

বলোনা আমার ভুল ছিলো কী?

দূর থেকে বহুদূরে হারালে,

একবারও না তুমি দাঁড়ালে।

তোমাকে আজ বারে বারে

খুব বেশি মনে পড়ে,

ভুলিনি তোমায়।

যত ব্যথা দাও না কেনো,

তবু তুমি আছো জেনো

আমার এ হৃদয়ে।

_______________________________

 গান -- তোমাকে আজ

ব্যান্ড -- আর্ক

কন্ঠ -- হাসান

কথা -- কবির বকুল 

সুর -- পঞ্চম

অ্যালবাম -- বৃহস্পতি

Post a Comment

0 Comments