Neela- Laky Akhand- Ei Neel Monihar




নীলা কেন চোখ দু’টি আঁখি জলে উঠেছে ভরে

রূপসী নীলা কেন চোখ দু’টি আঁখি জলে উঠেছে ভরে

রূপসী নীলা, নীলা, নীলা, নীলা।।

দিয়েছে কে তোমায় ও মনে ব্যাথা

কাঁটা হয়ে বিধেছে কী কারো কথা।

কাছে এসো তুমি মেয়ে মুছে দিব আঁখি পারা

চলে যাবে তখনই যত বেদনা, নীলা

যেখানেই থাকি আমি যত দূরে

আধার এলে ডেকো চেনা সেই সুরে।

মন রেখো ওগো মেয়ে, সারা দেবো আমি এসে

ভুলে যাবে কখনই যত বেদনা।।

________________________________

নীলা

কন্ঠ : লাকী আখন্দ

কথা : কাউসার আহমেদ চৌধুরী 

সুরঃ লাকী আখন্দ 

অ্যালবামঃ এই নীল মনিহার

#nila, #neela, #lakiakhand, #kauserahmedchowdhury, #einelmonihar

Post a Comment

0 Comments