Nishcup Majhrat- Anal Raihan- Faith



নিশ্চুপ মাঝরাত এখন শহরে

নিভে গেছে বিজলীর আলো

ঘরে ঘরে

জনহীন পথ নিস্তব্ধ

একা আমি নেমেছি

নিয়নের আলো ভরা পথে

চলেছি জীবন হতে পালিয়ে

ছায়া ছায়া যায় দেখা

কাঁচের আড়ালে তোমাকে

জানালায় দাড়িয়ে তুমি

পর্দা সড়িয়ে দু’হাতে

আমি আসবো বলে ফিরে

কাছে টানবো বলে তোমায়

যেতে যেতে হয় কথা

একাই গোপনে নিরবে

তুমি আজ দাড়িয়ে রবে

তমশার আলোতে একাকি

আমি আসবো নাকো ফিরে

ব্যাথায় কাঁদবো আমি শুধু

নিশ্চুপ মাঝরাত এখন শহরে

নিভে গেছে বিজলীর আলো

ঘরে ঘরে

জনহীন পথ নিস্তব্ধ

একা আমি নেমেছি

নিয়নের আলো ভরা পথে

চলেছি জীবন হতে পালিয়ে 

________________________________

নিশ্চুপ মাঝরাত

কন্ঠঃ অনল রায়হান

কথাঃ অনল রায়হান

সুরঃ আইয়ুব বাচ্চু 

সংগীতঃ আইয়ুব বাচ্চু 

ব্যান্ডঃ ফেইথ

#nishcupmajhrat, #aiyubbacchu, #onolraihan #faith, #banglabandsong, #banglasonglyrics

Post a Comment

0 Comments