ছয়টি তারে লুকিয়ে আছে
ছয় রকমের কষ্ট আমার
ছয়টি তারে লুকিয়ে আছে
ছয় রকমের কষ্ট আমার-
ফুরিয়ে যাওয়া মানুষের মত
ও….ওহ
নির্ঘুম রাত জেগে জেগে
গিটার কাঁদতে জানে
গিটার কাঁদতে জানে।
অভিমানী একটি তারের
নিজ চোখের মত
চিরদুঃখী একটি তারের
বুকটা জমাট ক্ষত।
ফুরিয়ে যাওয়া মানুষের মত
ও….ওহ
নির্ঘুম রাত জেগে জেগে
গিটার কাঁদতে জানে
গিটার কাঁদতে জানে।
একা নামের একটি তারের
সুখের একটু পাশে
পরবাসী তারটি
বড় বিষাদ ভালোবাসে।
ফুরিয়ে যাওয়া মানুষের মত
ও….ওহ
নির্ঘুম রাত জেগে জেগে
গিটার কাঁদতে জানে
গিটার কাঁদতে জানে।
ছয়টি তারে লুকিয়ে আছে
ছয় রকমের কষ্ট আমার
ছয়টি তারে লুকিয়ে আছে
ছয় রকমের কষ্ট আমার
ফুরিয়ে যাওয়া মানুষের মত
ও….ওহ
নির্ঘুম রাত জেগে জেগে
গিটার কাঁদতে জানে
গিটার কাঁদতে জানে।
___________________________________________
গানঃ গিটার কাঁদতে জানে
লেখাঃ লতিফুল ইসলাম শিবলী
সুর ও সঙ্গীত এবং কন্ঠঃ জেমস
অ্যালবামঃ দুঃখিনী দুঃখ করো না
____________________________________________
#nagorbaul, #james, #mahfuzanam, #mahfuzanamjames, #guiterkadtejane, #latifulislamshibli, #dukhinidukkhokorona

0 Comments