দেয়াল- জেমস- দেয়াল দুই হৃদয়ের মাঝে

 



________________________________________________________________________________

মন আমার পাথরের দেয়াল সে এক

যত আঘাত কর সব সহ্য করেই যাবে

মন আমার তুমি যত দুরে যাও

আজীবন তোমাকে ভালবেসে তবু যাবেই

কত ভালবাসা তোমার জন্য রাখা

সে কথা তুমি যদি জানতে

বুক চিরে দেখাতে পারলে

লুকিয়ে চোখ তুমিও কানতে

ভালবাসা আমার সুদৃশ্য কাঁচ তো নয়

একটু আঘাতে চূর্ণ সে হবেই

এই ভালবাসা গোলাপের পাপড়ি নয়

একটু বাতাসে ঝরে কেন যাবে  

এই ভালবাসা গোলাপের পাপড়ি নয়

একটু বাতাসে ঝরে কেন যাবে  

কত ভালবাসা তোমার জন্য রাখা

সে কথা তুমি যদি জানতে

বুক চিরে দেখাতে পারলে

লুকিয়ে চোখ তুমিও কানতে

এই ভালবাসা গিটারের সুরে বাঁধা

মিলন এর সুর সে তো তুলে যাবেই

মনের মিছিল এতটা ছোট নয়

তোমার সামনে স্লোগান সে দেবেই 

মনের মিছিল এতটা ছোট নয়

তোমার সামনে স্লোগান সে দেবেই 

কত ভালবাসা তোমার জন্য রাখা

সে কথা যদি তুমি জানতে

বুক চিরে দেখাতে পারলে

লুকিয়ে চোখ তুমিও কানতে

মন আমার পাথরের দেয়াল সে এক

যত আঘাত কর সব সহ্য করেই যাবে

মন আমার তুমি যত দুরে যাও

আজীবন তোমাকে ভালবেসে তবু যাবেই

কত ভালবাসা তোমার জন্য রাখা

সে কথা তুমি যদি জানতে

বুক চিরে দেখাতে পারলে

লুকিয়ে চোখ তুমিও কানতে

___________________________________

গানঃ দেয়াল

কন্ঠঃ জেমস

কথা, সুর ও সঙ্গীতঃ প্রিন্স মাহমুদ

অ্যালবামঃ দেয়াল দুই হৃদয়ের মাঝে (মিক্সড)

_____________________________________

#nagorbaul, #james, #mahfuzanam, #mahfuzanamjames, #princemahmud, #deyal, #deyalduihridoyermajhe


Post a Comment

0 Comments