লুটপাট- জেমস - দুখিনী দুঃখ করো না

 

#nagorbaul, #james, #mahfuzanam, #mahfuzanamjames, #asadullahdelovi, #dukhinidukkhokorona, #mixedalbum



__________________________________________________

চলতি পথে জাদুকর ভালবাসা

প্রেমিক ডাকাতের মত

তোমাকে ছিনিয়ে নেবে

মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালবাসা

হৃদয়ের চোড়াপথে

তুমি হারিয়ে যাবে

তুমি লুটপাট হয়ে যাবে

তুমি চৌচির হয়ে যাবে

চোখের ইশারায়

ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন

তুমি দিশেহারা হয়ে যাবে

তুমি পথহারা হয়ে যাবে

অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা

অন্তরে মাঠেঘাটে

তুমি সব বিকিয়ে দেবে

এই চোখে তাকিয়ো না

লুটপাট হয়ে যাবে

তুমি এই চোখে তাকিয়ো না

লুটপাট হয়ে যাবে

তর্জনি উচিয়ে জ্বেলে দেব

সবুজ আগুন

তুমি নজরবন্দী হয়ে যাবে

তুমি ঘুমহারা হয়ে যাবে

নিশাচন স্বপনে আততায়ী ভালবাসা

ভবঘুরে এই বুক

তোমাকে কাছে টেনে নেবে

এই চোখে তাকিয়ো না

লুটপাট হয়ে যাবে

তুমি এই চোখে তাকিয়ো না

চৌচির হয়ে যাবে

এই চোখে তাকিয়ো না

লুটপাট হয়ে যাবে

চৌচির হয়ে যাবে

_____________________________________

গানঃ লুটপাট

শিল্পীঃ জেমস 

গীতিকারঃ দেহলভী 

সুরকারঃ জেমস

অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না 

_____________________________________

#nagorbaul, #james, #mahfuzanam, #mahfuzanamjames, #asadullahdelovi, #dukhinidukkhokorona, #mixedalbum


Post a Comment

0 Comments