__________________________________________________________________________
এই সংসারে সবাই একা
কেউ বোঝে না কারো ব্যথা
তোমার কাছে তুমি একা
আমার কাছে আমি একা
মিছেই চোখে চোখ রাখা
আপন মনে আপন ভূবনে সবাই একা
এই জীবন ধুলোর খেলা
এই ভুবন মায়ার মেলা
শেষের পথে সেই একা….
দুঃখ দিয়ে দুঃখ ঢাকা
ভুল ছাপিয়ে দুখের নদী বয়ে চলে একা
এই জীবন ধুলোর খেলা
এই ভুবন মায়ার মেলা
শেষের পথে সেই একা….
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা….
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা
অবশেষে জেনেছি মানুষ একা
নিজের কাছে নিজেই একা
_____________________________________
গানঃ একা
কন্ঠঃ জেমস
কথাঃ জেমস ও বিশু শিকদার
সুর ও সঙ্গীতঃ জেমস
ব্যান্ডঃ নগর বাউল
অ্যালবামঃ দুষ্ট ছেলের দল
_____________________________________
#nagorbaul, #james, #mahfuzanam, #mahfuzanamjames, #bishushikder, #dushtuchelerdol,

0 Comments