_______________________________________________________________________________
যতটা পথ তুমি চিনে রেখেছো
ততটাই পথ আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
যতটা পথ তুমি চিনে রেখেছো
ততটাই পথ আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রবো
চোরাকাঁটার মত জড়াবো আঁচল
পারবে কি আমাকে ফেরাতে তুমি
তোমার ঘুমে স্বপ্ন
হয়ে আসবো কাছে আমি
তোমার সকালে ঘুম
ভাঙাবো দোয়েলের শিস হয়ে
এভাবেই সারাক্ষণ থাকবো আমি
পারবে কি আমাকে ফেরাতে তুমি
চলার পথে ক্লান্ত
হলে ছায়া হবো তোমার
দুঃখ শোকের দীর্ঘশ্বাসে ছোঁব হৃদয় তোমার
আলোকিত আমি আঁধারে তোমার
পারবে কি আমাকে ফেরাতে তুমি
যতটা পথ তুমি চিনে রেখেছো
ততটাই পথ আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
যতটা পথ তুমি চিনে রেখেছো
ততটাই পথ আমি চিনে রেখেছি
পারবে কি আমাকে ফেরাতে তুমি।
আমি পথেরই মাঝে সবুজ ঘাস
তোমার পায়ে পায়ে জড়িয়ে রবো
চোরাকাঁটার মত জড়াবো আঁচল
পারবে কি আমাকে ফেরাতে তুমি
_____________________________________
গানঃ যতটা পথ তুমি
শিল্পীঃ জেমস
কথাঃ লতিফুল ইসলাম শিবলী
সুর ও সঙ্গীতঃ জেমস
অ্যালবামঃ ক্যাপসুল ৫০০ জিএম (মিক্সড)
_____________________________________
#nagorbaul, #james, #mahfuzanam, #mahfuzanamjames, #capsul500gm, #latifulislamshibli #mixedalbum

0 Comments