কষ্ট বেচে খাই- তরুন মুন্সী- সাদা কালো (মিক্সড)

 



গানঃ কষ্ট বেচে খাই

কথা ও কন্ঠঃ তরুন মুন্সী

সুর ও সঙ্গীতঃ জুয়েল-বাবু

অ্যালবামঃ সাদা কালো (মিক্সড)

.

.

কেউ না জানুক মন তো জানে, মনের ও যে কষ্ট আছে

সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনায়

মানুষ বলে জীবন খাতায়, ভুলের হিসেব পাতায় পাতায়

দূরের থেকে ভালো সবই কাছে গেলে নাই

যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই

ভালোবাসার নাম দিয়েছি আমি কান্না

অনায়াসে বয়ে আনে চোখে বন্যা

আমার কাছে ভালোবাসা যেন অন্ধকার

ভালোবাসা নকশি কাঁথা গোপন ও দ্বিধার

যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই

যাকে খুঁজে হারিয়ে গেলাম গভীর অরণ্যে

যে পেঁচানো লতার মাঝে গেলাম জড়িয়ে

ডেকেও যখন ডাক মিলেনা তখন ভাবে মন

হয়তো একটু পরের ক্ষনে আসবে প্রিয়জন

যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই

কেউ না জানুক মন তো জানে, মনের ও যে কষ্ট আছে

সেই বেদনা লুকিয়ে রাখি হাজার ছলনায়

মানুষ বলে জীবন খাতায়, ভুলের হিসেব পাতায় পাতায়

দূরের থেকে ভালো সবই কাছে গেলে নাই

যখন দেখি চাওয়া পাওয়া শূন্যতে মিলায়

তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই

Post a Comment

0 Comments