একটা নতুন গানের ইচ্ছে
বদলে দেবে দিন সুদিন আসার সম্ভাবনায় আমার দ্রোহ অধিকারের দীর্ঘ লং মার্চ তোমার প্ল্যাকার্ড মিছিল স্লোগান এখন আর নয় ভীতগ্রস্থ (x2) একটা নতুন দিনের জন্য আমার গানের মাথা তোলার সাহস ফেরার সকল দরজা আজ বন্ধ অন্ধ তোমার স্মৃতি (x2) যুদ্ধ এখন নতুন হবার পুড়িয়ে দাও পুরনো যত মিথ্যে গানের শব্দ আমার আমার গানের যুদ্ধ কণ্ঠ নিয়ন্ত্রিত রাষ্ট্রযন্ত্র ভীত শব্দ ফেনা এখন সময় স্বাধীকারের শহীদ মিছিল রাষ্ট্রদ্রোহী মাতৃভূমির ঋণ সকল শহীদ পিতার স্বপ্ন তোমার আমার সবার সুদিন মিছিল স্লোগান এখন আর নয় ভীতগ্রস্থ (x3)গান- একটা নতুন গান
শিল্পী- লিংকন ডি কস্টা
ব্যান্ড- আর্টসেল
অ্যালবাম- চতুর্থাংশ EP

0 Comments