ও আকাশ আজও তুমি নীল
ছায়া তোমার সব করে স্বপ্নীল তেপান্তরের মাঠ মন করে উদার সবার তরে সব করলাম উজার বন্ধু আর হাসি-কান্না প্রেমিকার চুম্বন আর আলতো ছোঁয়া বুকে নিয়ে আবার ফিরছি জীবনে সোনালি দিনগুলো আবার ফিরে পাবো আজ পাখির ডানায় ভর করে মৃত্যুর উপত্যকা টপকে সুখের স্বপ্মবন অজানা সংশয় তবু থাক পরে থাক বাঁচব আমি নতুন করে আলো হাতে নিয়ে সুখ গুলো ছড়িয়ে কি হয় স্বপ্নের ঘরে ঘোরে অজানা আবেশে জানিনা কেন জবাবদিহিতায় সারাটা জীবন নিষ্পেষিত ঘুরে দাঁড়ানো তিলে তিলে ক্ষয় হয়ে আধখানা আমার ফিরে আসা ও জীবন, তবু থাক ভাঙ্গা এ মন আমার বুকেশত যত্নে জীবন গুলোয় ভালবাসা ছড়িয়ে।।
গান - ও আকাশ
শিল্পী- লিঙ্কন ডি কস্টা
ব্যান্ড- আর্টসেল
অ্যালবাম- চতুর্থাংশ EP

0 Comments