আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ
আমি শুনেছি সেদিন তুমি
লোনাবালি তীর ধরে বহুদুর বহুদুর হেঁটে এসেছ
আমি কখনও যাই নি জলে কখনও ভাসিনি নীলে
কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে
আমাকেও সাথে নিও নেবে তো আমায় বল নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি
তুমি তুমি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা
না বলা অনেক কথা, কথা তুলেছিলে
কেন শুধু শুধু ছুটে চলা
একে একে কথা বলা
নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালবাসা নাই থাকে
শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে
বল কোথায় গিয়ে
আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ
এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
আমি দু চোখের গাঁও ভরে শুন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি
.......................................................................................................
গান- আমি শুনেছি সেদিন তুমি
শিল্পী মৌসুমি ভৌমিক
অ্যালবাম- আমার কিছু কথা ছিল
...................................................................................................................................................
#আমি_শুনেছি_সেদিন_তুমি, #মৌসুমি_ভৌমিক, #আমার_কিছু_কথা_ছিল
#AmiShunechiSedinTumi, #MousumiBhoumik, #AmarKichuKothaChilo,
#BanglaLyricsCollection, #mahbubul71 #BanglaSong, #BanglaSongLyricz, #স্বরলিপি, #Sworolipi,
.........................................................................................................................................

24 Comments
(Y)
ReplyDeleteগানটি কবে প্রথম প্রকাশিত হয়?
Deleteall song are nice ,i like your all post
ReplyDeleteগানটির গীতিকার কে?
ReplyDeleteমৌসুমী ভৌমিক।
Deleteগানটির গীতিকার কে?
ReplyDeleteMousumi Bhowmik
Delete❤️
ReplyDeleteGaan khoob val lage.. Ami Marathi tabu bangali gaan sunbo ebam bangla sikbo
ReplyDeleteVery good Gypsytigress ভালো থাকবেন।
DeleteVery nice song
ReplyDeleteIs it possible to provide notation?
ReplyDelete🖤🖤🖤
ReplyDelete💓💓
ReplyDeleteDidi er Anonyo I ekhono khujchi
ReplyDeleteগানটির musical notation (স্বরলিপি - হিন্দুস্তানী ক্লাসিকাল ভাতখণ্ডে style অথবা আকার মাত্রিক) পেতে সাহায্য করতে পারেন, please? Thanks!
ReplyDeleteআমি বাংলাৰ প্ৰেমে পোৰেছি।বাংলাকে ভালোবেসেছি।আমি অসমীয়া
ReplyDeleteস্বরলিপি দিয়ে সাহায্য করলে উপকৃত হবো
ReplyDeleteAmar o onek dorkar.apni manage korte parle aktu send korben please.
Deletetuhin.pt@gmail.com
Notation ta dile khub upokar hoto...
ReplyDeleteভালো লাগার মত একটা গান
ReplyDeletewhere can I get harmonium notation of this song?
ReplyDeleteSwaralipi jodi dewa jay upokrito hobo
ReplyDeleteঅনেক সুন্দর গান।
ReplyDeleteআমার ব্লগে আপনাকে স্বাগতম: বৈজ্ঞানিক পদ্ধতিতে পেটের চর্বি কমানোর সহজ ১০টি উপায়
জেনে নিন নিয়মিত চা-পানের ১০টি উপকারিতা