চুপি চুপি বল কেউ- খুরশীদ আলম ও রুনা লায়লা- নিশান।। Chupi Chupi Bolo Keu- Khurshid Alam and Runa Laila- Nishan

#চুপি_চুপি_বলো_কেউ, #খুরশীদ_আলম, #রুনা_লায়লা, #ChupiChupiBoloKeu, #KhurshidAlam, #RunaLaila,  #BanglaCinemaSong, #ClassicBanglaSong,



চুপি চুপি বল কেউ জেনে যাবে
জেনে যাবে কেউ জেনে যাবে
ভয় করি না যেন কোন কিছু
যদি তুমি আমি রই একসাথে



যে যাই বলুক তুমি যে আমার
প্রেম করেছি ভয় কি গো তোমার
কেউ দেখবে যে
ক্ষতি কি তাতে
কেউ জানবে যে
জানে জানবে সে
না হয় ঘুম রবে না আঁখিপাতে
যদি তুমি আমি রই একসাথে

কথা নয় গো চোখে চোখে বল
নইলে হবে সব এলোমেলো
অবুঝ মনা
কিছু বোঝ না
কথা মানো না
রাখো ছলনা
আবার হবে দেখা কাল রাতে
যদি তুমি আমি রই একসাথে.........

..........................................
গান- চুপি চুপি বল কেউ
শিল্পী- খুরশীদ আলম ও রুনা লায়লা
চলচ্চিত্র- নিশান  
..................................
#চুপি_চুপি_বলো_কেউ #খুরশীদ_আলম #রুনা_লায়লা #ChupiChupiBoloKeu #KhurshidAlam #RunaLaila  #BanglaCinemaSong #ClassicBanglaSong

Post a Comment

2 Comments