sonar o palonker ghore by chondona and krishnokoli from monpura

সোনার ও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলাম দ্বারে
যাও পাখি বল তারে সে যেন ভোলে না মোরে
সুখে থেক ভাল থেক মনে রেখ এই আমারে

বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা

মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড় আশা

যাও পাখি যারে উড়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বল তারে সে যেন ভোলে না মোরে............ 
digital-desh, digital desh, aljazeera-bd, aljazeera bd, english grammar college, ডিজিটাল-দেশ, ডিজিটাল দেশ, আলজাজিরা-বিডি, আলজাজিরা বিডি, ইংলিশ গ্রামার কলেজ

Post a Comment

1 Comments