
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে
দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সে তো আসে নি তুমি ভালোবাসোনি

6 Comments
;-( ;-(
ReplyDeleteOn the set of The Kapil Shawarma Show Arijit Singh sung the evergeen song MONE PORE RUBI ROY. This is song originally sung by Kishore Kumar and composed by R.D Burman. Arijit Singh nicely sung this song in Banlga and also Hindi.
ReplyDeleteThanks for your beautiful collection .
ReplyDeleteMon majhi re tor khya te tor dili je pal tule Plz Upload bengali lyric
ReplyDeleteVery Nice
ReplyDeleteVisit us @ Net Biz Hive & Web Logs Hub
er bangla notes o tumi dite parte bhai
ReplyDelete