তবুও এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে
হারজিত চিরদিন থাকবেই তবুও এগিয়ে যেতে হবে
বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে
কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছ কেন মিছে
আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে
কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছ কেন মিছে
আসল কথা সামনে যাব রইব না কেউ পিছে
জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট কর
জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট কর
জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হয় তবে
রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়
বন্দীশালার পাখি মোরা এইতো পরিচয়
রতন বাদশাহ বাবুল বাচ্চু কেউ আলাদা নয়
বন্দীশালার পাখি মোরা এইতো পরিচয়
সুখে দুঃখে পাশেপাশে রইব আমরা মিলেমিশে
সুখে দুঃখে পাশেপাশে রইব আমরা মিলেমিশে
দুনিয়াতে একই সাথে কদিন বল কে রবে

3 Comments
দারুন ছিল গানটা
ReplyDeletebest for this generation
ReplyDeleteI have heard this from my a friend, first. It is really a very motivational song.
ReplyDelete